সিলেটে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে এসে সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন, মাদক দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই সারাদেশে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে সাঁড়াশী অভিযান। হাজার হাজার মাদক ব্যাবসায়ী এখন পুলিশের খাঁচায়। এছাড়া মাদকসেবীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হচ্ছে। এর সুফল মিলবে অচিরেই।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম