সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এদিকে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
মনোনয়নপত্র জমাদানের পর আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী। এখানে কোনো অন্যায় কাজ আল্লাহ সহ্য করবেন না। এখানে এক প্রার্থীর জন্য নির্বাচনের এক নিয়ম যেন না হয়। নির্বাচনে কোনো ধরণের ইঞ্জিনিয়ারিং হলে সিলেটের মানুষ মেনে নেবে না। বিগত পাঁচ বছরের মধ্যে যতটুকু উন্নয়ন হয়েছে। তা নগরবাসীরর বিবেচনার ওপর ছেড়ে দিলাম। নগরবাসী ভোটের মাধ্যমে বিবেচনা করবেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন