সিলেটে ডাকাতের হামলায় চার ব্যক্তি আহত হয়েছেন। এসময় জনতা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরতলীর সাহেববাজার লিলাপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, লিলাপাড়া গ্রামের কামাল আহমদ (৩০), আল আমিন (৩০), দিলোয়ার (৩৫) ও জসিম উদ্দিন (২০)।
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন কামাল আহমদ জানান, শুক্রবার রাতে তাদের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় তারা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতদের হামলায় চারজন আহত হন। পরে এলাকার লোকজন এগিয়ে এসে দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তবে আটককৃতরা ডাকাত নয় চোর বলে দাবি করেছেন বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন। তিনি জানান, আটককৃতরা পেশাদার গরুচোর। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/হিমেল