সিলেট-ঢাকা মহাসড়কে এনা পরিবহনের বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ১১টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম শামসুল ইসলাম (৩২)। তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের আশিক আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সকাল ১১টার দিকে বাস চাপায় এক পথচারীর মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার