সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরুর বাসায় তল্লাশি চালিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে এ তল্লাশি চালানো হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। তবে এর বেশি কিছু তিনি জানাননি।
এ বিষয়ে বিএনপি নেতা সালেহ আহমদ খসরু এই প্রতিবেদককে বলেন, ‘‘পুলিশ আমাকে বলেছে আমি ও আমার ছোট ভাই যুবদল নেতা কামরুল হাসান শাহীনের বিরুদ্ধে নাকি নগরীতে ‘নাশকতা করার পরিকল্পনার’ অভিযোগ রয়েছে। পুলিশের কাছে তল্লাশির ব্যাপারে কাগজপত্র চাইলে তারা কোন কিছু দেখায়নি।’’
বিএনপি নেতার পারিবারিক সূত্র জানায়, পুলিশ সিলেট মহানগর যুবদল নেতা কামরুল হাসান শাহীনের খোঁজ করে। তিনি বাসায় না থাকায় পুলিশ চলে যায়।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৮/মাহবুব