৫ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ ইসমাইল আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার রামপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। ইসমাইল রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মৃত আছাদ আলীর পুত্র।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির বিড়িসহ ইসমাইলকে রামপাশা এলাকা থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। এর সত্যতা স্বীকার করেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর