সিলেটের বিশ্বনাথ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে সভায় মাদক নির্মূল, বিদ্যুৎ সমস্যার সমাধান, ভুয়া ডাক্তারদের দৌরাত্ম্য ও শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বন্ধসহ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সককারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ, শামসুদ্দোহা পিপিএম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধলা মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, পল্লীবিদ্যু বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মণ, বিশ্বনাথ প্রেসক্লাব সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না ও নবীন সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র, রামসুন্দর উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, বিশ্বনাথ আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক সমরেন্দ বৈদ্য সমর, ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ খান, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৮/মাহবুব