সিলেটে আগামী শনিবার চার লাখ ৪৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের আওতায় জেলার ১২টি উপজেলার দুই হাজার ৫৬৩টি টিকাদান কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদের। আজ বৃহস্পতিবার বিকেলে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।
সিভিল সার্জন জানান, ৬-১১ মাসের শিশুদের একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাসের শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেটের প্রতিটি টিকাদান কেন্দ্রে তিনজন করে স্বেচ্ছাসেবী কাজ করবেন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমদ সিরাজুম মুনীরের সঞ্চালনায় মতবিনিময় সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার