১৬ জুলাই, ২০১৯ ১৮:০৮

শ্রীমঙ্গলে ঢিলেঢালা পরিবহন ধর্মঘট

শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে ঢিলেঢালা পরিবহন ধর্মঘট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের  পরিবহন ধর্মঘট চলছে ঢিলেঢালাভাবে। জনজীবনে এ ধর্মঘটের তেমন একাট প্রভাব পরতে দেখা যায়নি। 

সকাল থেকেই শহরে সিএনজি চালিত অটোরিক্সা, কার, লাইেট্রক্স, পিকআপ, ট্রাক চলাচল করছে। দূরপাল্লার গাড়িগুলোও চলাচল করছে স্বভাবিকভাবেই। তবে শহরের সবকটি সড়কের লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটে জনদুভোগ লাঘব করতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আব্দুস ছালেক বলেন, ধর্মঘটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার গাড়ীর নিরাপওায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, শ্রীমঙ্গলের সাতগাওঁ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ নান্নু মন্ডলের অপসারণের দাবিতে শ্রীমঙ্গল উপজেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর