নরসিংদী থেকে কাপড়ভর্তি দুটি ট্রাক সিলেটের লালদিঘীর পাড় এলাকায় এসে থামে। সঙ্গে আসেন বেশ কয়েকজন শ্রমিক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন খবরটি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে পৌঁছান।
খবর পেয়ে নগর ভবন থেকে লালদিঘীর পাড়ে ছুটে আসেন মেয়র আরিফ। মেয়রের কাছ থেকে খবর পেয়ে সেখানে উপস্থিত হন বন্দর বাজার পুলিশ ফাঁড়ির একটি টিম।
তবে নারায়ণগঞ্জ ছাড়া অন্য কোন জেলা থেকে আসা পণ্যবাহী ট্রাক আটকের এখতিয়ার না থাকায় ট্রাকগুলো আটক করেনি পুলিশ। আর ট্রাকের সাথে থাকা শ্রমিকরা মেয়রের গাড়ি দেখেই ঘটনাস্থল থেকে সটকে যান।
এ ব্যাপারে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর ভুইয়া বলেন, মেয়র মহোদয়ের কাছ থেকে খবর পেয়ে তিনি লালদিঘীর পাড় এলাকায় এসে কাপড়ভর্তি দুটি ট্রাক পান। তবে সেটি আটকের এখতিয়ার তাদের নেই। মোবাইল কোর্ট চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। রাতে যাতে ট্রাক ও মালামালের কোন ক্ষতি না হয় তারা সেটি খেয়াল রাখবেন। সকালে জেলা প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
বিডি প্রতিদিন/আরাফাত