পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে তিন শতাধিক লোকজনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপরে শহরের আরডি হল প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের নেতা কাউন্সিল গৌতম রায়, হাজী শামছু মিয়া, মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ. মঈন উদ্দিন চৌধুরী সুমন, শাহরিয়ার চৌধুরী সুমন, শেখ আব্দুল হাকিম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা