চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে সিলেটের প্রবীণ নাট্য সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়নাকে।
সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হয়।
গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি...রাজিউন। তিনি বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।
সোমবার দুপুর ১১ টা ৪০ মিনিটে নিজাম উদ্দিন লস্কর ময়নার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পরে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন