হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘরে ঢুকে মারজানা আক্তার (১৬) নামের এক কিশোরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তবে কি কারণে কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পারেনি পুলিশ। যদিও ওই কিশোরীর স্বজনদেন দাবি পূর্ব বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে।
বুধবার সকালে উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত মারজানা আক্তার ইকরাম গ্রামের মৃত মোস্তফা মিয়ার মেয়ে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, মারজানা আক্তারের বাবা মারা গেছেন। জীবিকার তাগিদে মাও অন্যত্র কাজ করেন। যে কারণে মারজানা একাই বাড়িতে থাকতেন। বুধবার সকালে কে বা কারা ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি বলেন, পরিবারের লোকজন দাবি করছেন পূর্ব বিরোধের জের ধরে তাকে কুপিয়ে জখম করেছে। তবে আমাদের ধারণা অন্য কিছু।
বিডি প্রতিদিন/আরাফাত