সিলেটে বস্তার ভেতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে একটি শটগান। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরের সুবিদবাজার লন্ডনী রোড এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুবিদবাজার লন্ডনী রোড এলাকায় সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১২ বোর (ডিবিবিএল) শটগান উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই