সিলেটে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে গোলাপগঞ্জ উপজেলার দাঁড়িপাতন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ থানার পীরেরচক গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) ও একই থানার গুটারগ্রামের মৃত মোতাহের আলীর ছেলে সাবুল আহমদ (৪০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, সিলেট-জকিগঞ্জ সড়কের দাঁড়িপাতন এলাকায় অভিযান চালিয়ে মাখন মিয়া ও সাবুল আহমদকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬ হাজার ১৬০ পিস ইয়াবা। মাদক আইনে মামলা দায়ের করে আটককৃতদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ