চট্টগ্রামে চুরি হওয়া গরু জবাই করে বাজারে বিক্রির সময় এক ব্যক্তি মালিকের কাছে হাতেনাতে ধরা পড়েছেন। রবিবার সকাল ১০টার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মো. ইসমাইল (৩৫) নামে এক মাংস বিক্রেতাকে আটক করে।
এ ব্যাপারে পটিয়া থানার এস আই মংচাই জানান, দুইদিন আগে শান্তিরহাট এলাকার জজমিয়া নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে রাতে একটি গরু নিয়ে যায় চোরের দল। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। কিন্তু রবিবার সকালে শান্তিরহাট বাজারে জবাই করা গরুুর মাংস বিক্রির সময় সেখানে চুরি হওয়া সেই গরুর মাথা ও শিং দেখতে পান জজমিয়ার পরিবারের এক সদস্য। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃস্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে শান্তিরহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার জানান, গরুটি চুরি করে এনে শান্তিরহাট বাজারে জবাই করে বিক্রি করছিলেন মো. ইসমাইল নামে এক ব্যক্তি।তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক ইসমাইল পটিয়া উপজেলার মনসা এলাকার উলা মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ