চট্টগ্রাম নগরীতে ৪৩০ লিটার চোলাই মদসহ দুই মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা হলেন হলেন বাডং মারমা এবং মো. জহির। এসময় চোলাই মদ বহনের কাজে ব্যবহার করা দুটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৪৩০ লিটার মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহার করা দুটি প্রাইভেট করা জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব