চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুনের খবর পেয়ে নগরীর লামারবাজার ফায়ার স্টেশন থেকে দু'টি গাড়ি পাঠানো হয়। উত্তম কুমারের নেতৃত্বে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ৬টি কুলিংকর্নার, ২টি ওয়ার্কশপ, একটি আসবাবপত্রের দোকানসহ মোট ১৬টি দোকানের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার