চট্টগ্রামে জাহানারা বেগম (৩৫) নামের এক নারীকে হত্যার পর ঘরের বাইরে তালা দিয়ে পালিয়েছে স্বামী।
সোমবার দুপুরে সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট পন্থিশাহ মাজার এলাকার ওই বাসার তালা ভেঙ্গে জাহানারার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী মোশাররফ হোসেনের বাড়ী সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি স্ত্রী ও ৩ সন্তান নিয়ে ফকিরহাট পন্থিশাহ মাজার এলাকায় ভাড়া বাসায় উঠেন মোশাররফ। এর পর থেকে প্রায় প্রতিদিনই স্ত্রীকে মারধর করতেন তিনি। তার নির্দিষ্ট কোন পেশা ছিল না। সর্বশেষ রবিবার রাতে স্ত্রীকে প্রচন্ড মারধর করেন মোজাম্মেল। তখন মারা গেলে পালিয়ে যান তিনি।
সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিক্তিতে বাসার তালা ভেঙ্গে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মহিলার সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ব্যাপক নির্যাতন করে হত্যা করা হয়েছে। মোজাম্মেলকে ধরা গেলে বিস্তারিত জানা যাবে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব বলেন, মোশররফ আমাদের মাঝে মধ্যে খবর দিত।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন