অপহরণের ৫ ঘন্টার মধ্যে অপহৃত শিশু রহিতুল ইসলাম রব্বানীকে (৩) উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতারও করা হয়েছে।
সোমবার খুলশী এলাকার রূপসী পাহাড়ের জঙ্গলের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকাল ১০টায় রব্বানীকে বাসার সামনে থেকে অপহরণ হয়। খবর পেয়ে অভিযানে নামে র্যাব-৭। সোমবার দুপুর দুইটার দিকে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে রূপসী পাহাড়ের গহীন জঙ্গলের পরিত্যক্ত একটি ঘরের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় অপহরণকারী মোহাম্মদ লোকমানকে।
র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, চাঁদা দাবির উদ্দেশ্যে ওই শিশুকে লোকমান অপহরণ করে। লোকমানের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। সে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে অপহরণের ঘটনায় জড়িত। শিশু অপহরণের ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান