চট্টগ্রামে ‘এজি চার্চ’ নামে একটি বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা পড়ে চার ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলো- তৃতীয় শ্রেনীর ছাত্র তালাল আজাদ অর্ঘ (৮), স্বপ্নীল (৮), আদনান (৮) ও ইমতিয়াজ (৮)। এদের মধ্যে তালাল আজাদ অর্ঘকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ের শ্রেনীকক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রাত-সমাবেশ শেষে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীরা যখন ক্লাসে প্রবেশ করে এর পরপরই একটি বৈদ্যুতিক পাখা সিলিং থেকে খসে পরে। এতে তিন ছাত্র আহত হয়। কাঁধে ব্যাথা পান তালাল আজাদ অর্ঘ। ঘাড়ে কেটে যাওয়ায় আদনানকে তার পরিবার নিজেদের দায়িত্বে নিয়েছে। এছাড়া স্বপ্নীল হাতে ও ইমতিয়াজ মাথায় ব্যথা পেয়েছে। তাদের দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এজি চার্চ স্কুলের প্রধান শিক্ষিকা জয়সেন্ট বলেন, সিলিং থেকে ফ্যানটি কিভাবে খুলে গেল আমরা তা ভাবছি। অল্পতে সেরেছে, আরো বড় কিছু ঘটতে পারতো!।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান