চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠিদের আঘাতে সোহেল রানা নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার বিকেলে হাটহাজারী উপজেলা সদরের মেডিকেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা ওই এলাকার নুর মোহাম্মদ মানিকের ছেলে।
হাটহাজারী থানার ওসি বেলাল জাহাঙ্গীর বলেন, বিকেলে রানা হেঁটে যাওয়ার পথে তার সহপাঠিতের সাথে তুচ্ছ কথাকাটাকাটির জের ধরে হাতাহাতি হয়।
এসময় তাদের ইটের আঘাতে রানার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান