বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের উদ্যোগে ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার মহান স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমানের রেসকোর্স ময়দানে প্রদত্ত ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করা দিবস উপলক্ষ্যে আজ বুধবার সিআরবিতে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সফর আলী।
রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃ সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন। এতে মুখ্য আলোচক ছিলেন রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
রেল শ্রমিকলীগ নেতা ও মূখ্য আলোচক সিরাজুল ইসলাম বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির স্মৃতিতে মহিমান্বিতভাবে খোদিত ১৯৭১ সালের ৭ মার্চে দেয়া ভাষণটি যে বিশ্ব মানবের স্মৃতির অংশ, সে স্বীকৃতি মিলেছে ইউনেস্কোর মেমোরী অব দ্যা ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার সেটির অর্ন্তভূক্তির মধ্য দিয়ে। তাই আজ আমরা বাঙ্গালী জাতি হিসেবে গর্বিত।
তিনি আরও বলেন, তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন ৭ মার্চ এর ভাষনে উদ্ধুদ্ধ হয়ে সকল নেতা-কর্মীকে অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে জননেত্রী হাতকে আরও শক্তিশালী করার আহবান জানান।
মাহমুদুল হাসান মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন শাখার রেল শ্রমিক লীগ নেতা গাজী মোঃ জাকারিয়া, মনোহর আলী, রফিকুল ইসলাম, আব্দুল করিম, শহিদুল ইসলাম, গাজী তাহের উদ্দিন নকি, খায়েরুজ্জামান লিটন, মোঃ জামাল হক, মোঃ মাইনুল হক (টিটু), কামাল পারভেজ বাদল, সালেহ আহাম্মদ, আবু বক্কর, আবু বক্কর সিদ্দিক বাবুল, সাজ্জাদ হোসেন সুজন, আবুল খায়ের, এবিএম মিজানুর রহমান, শফিকুল ইসলাম, মোঃ ফরহাদ চৌধুরী, মোঃ মহসিন তালুকদার, মোঃ নাজিম উদ্দিন আজমল, মাহবুবুর রহমান, শেখ জামাল আহাম্মদ, মোঃ আমিনুল ইসলাম রিয়াজ, মোঃ মামুনুল হক মামুন, মিজানুর রহমান, শাহীনুর রহমান, মো: মাসুদুর রহমান, জাবেদ, ফজলুল করিম পাটোয়ারী, নাঈমূল পারভেজ, দিদারুল আলম, অলি উল্লাহ সুমন, আরিফুর রহমান ভূঞা, জসিম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, রাইসুল, কায়সার, মোঃ সোহেল, জামাল, মোঃ নজরুল ইসলাম, আজমির হোসেন তালুকদার, আকতারুজ্জামান ডালিম, শওকত আলী, জাহেদ আলম, মশিউর রহমান, এটিএম সোহেল রানা, ফয়সাল খান, খন্দকার জিলানী, মোঃ মনিরুজ্জামান, রুবেল হোসেন, রাশেদুল ইসলাম মিথুন, নাছির উদ্দিন, মোঃ হাবিবুর রহমান খন্দকার, আবদুল মালেক, রাশেদুল ইসলাম সুমন, মোঃ কাউছার, মোঃ সাইফুল আলম মিঠু প্রমুখ। সভা শেষে মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এক বিশাল র্যালী সি আর বি দপ্তর পদক্ষিণ করে জিএম (পূর্ব) কার্যালয়ের সামনে শেষ হয়।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর