কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড'র (কেজিডিসিএল) ভিজিল্যান্স টিম অবৈধভাবে রাইজার নির্মাণ, অননুমোদিত সরঞ্জামের মাধ্যমে গ্যাস ব্যবহার এবং বকেয়া বিলের কারণে বিভিন্ন এলাকার আবাসিক ও বাণিজ্যিক ৪৯৩টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আজ বুধবার চট্টগ্রামের পটিয়া, বাকলিয়া, চকবাজার, মতিঝর্ণা, হালিশহর, হাটহাজারী, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৪৭৩টি আবাসিক, ১৪টি বাণিজ্যিক ও ৬টি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় মো. আবুল কালাম আবাসিক সংযোগ হতে ৪টি ৪৫সিএফটি’র বার্ণারে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করায় মেহেরাজ হোটেল এন্ড বিরিয়ানি হাউজ নামক প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কেজিডিসিএল এর প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) ও প্রকৌশলী মো. আলমগীর হোসেন এবং প্রকৌশলী পলাশ সরকার।
বিডি প্রতিদিন/এ মজুমদার