চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন কে সি দে রোডের হোটেল আল ছালেহ’র থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমার স্বামী ভদ্র চাকমার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় হোটেলের একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার এসআই মো. ইদ্রিছ বলেন, ‘লালদীঘির আল ছালেহ নামে একটি আবাসিক হোটেলের মালিকের দেওয়া খবরের ভিত্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা জেনেছি, গত মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা থেকে এসে তিনি এ হোটেলে ওঠেন। তার গ্রামের বাড়ি দীঘিনালায় খবর দেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলেছি। শহরে তিনি একা ডাক্তার দেখাতে এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাতে কোন এক সময়ে তিনি মারা গেছেন। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষের নজরে আসলে পুলিশকে খবর দেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার