চট্টগ্রামের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে এ অভিযান চালানো হয়।
তারা হলেন- চালক মাসুদ রানা (৪০), সহকারী জয়নাল আবেদিন (২০) ও সুপারভাইজার আবুল কালাম (৩৮)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালানো হয়। পরে বাস থেকে ইয়াবাসহ চালক, সহকারী ও সুপারভাইজারকে গ্রেফতারের পাশাপাশি বাসটি জব্দ করা হয়েছে।
তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়-দীর্ঘ দিন ধরে তারা ইয়াবা পাচারের কাজ চালিয়ে আসছিল। তাদের মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ মে ২০১৮/আরাফাত