চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় টমটম চালক খুনের ঘটনায় মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার নিহত সুজনের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন বলে জানান থানার ওসি জসিম উদ্দিন।
তিনি বলেন, মামলার আসামিদের গ্রেফতার অভিযান চলছে। তবে আসামি গ্রেফতার হলেই আসল রহস্য বের হবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন খুনের ঘটনার পর থেকেই পরিবারের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। পরিবারের এক মাত্র উপার্জন করতো সুজনই। সেই ছেলেকে হারিয়ে মাসহ পরিবারের সদস্যরা এখন অসহায় হয়ে পড়েছে।
উল্লেখ্য, রবিবার রাতে চোরাই মোবাইল নিয়ে দ্বন্দ্বের কারণে মোহাম্মদ আলী নামে এক বখাটে সুজনকে খুন করে বলে প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান। ঐদিন ইফতারের পরপর নগরীর আকবর শাহ থানাধীন গোলপাহাড়ের বায়তুল জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুজন গাইবান্ধা জেলার নুরুল ইসলামের ছেলে।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/হিমেল