চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার বিজি গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের পর ওই পোশাক কারখানায় ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’
বিডি-প্রতিদিন/ই-জাহান