'চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে পালিত হয়েছে 'দেশটাকে পরিষ্কার করি দিবস'।
শনিবার নগরীতে “পরিবর্তন চাই” এর উদ্যোগে ৪র্থ বারের মত এ দিবসটি পালন করা হয়।
প্রসঙ্গত, সারাদেশের ১৬৪টি ভেন্যুতে ৪র্থ বারের মত পালিত হচ্ছে "দেশটাকে পরিষ্কার করি দিবস"।
বিডি-প্রতিদিন/ ই-জাহান