ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বারৈয়ারঢালা এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মো. আমির হোসেন (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আমির নগরের টাইগারপাস এলাকার আবদুস সালামের ছেলে। সোমবার দুপুরে বারৈয়ারঢালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা এলাকায় দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গুরুতর আহত হন আমির। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান