Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ২০:১০

নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ নোমানের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ নোমানের
আবদুল্লাহ আল নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম নগর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের সাবেক পিপি ও মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, নগর বিএনপির সহসভাপতি এসকে খোদা তোতন, শফিকুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক  মো. শাহ আলম, জাহাঙ্গির আলম দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন ও অ্যাডভোকেট জাফর হায়দারের নামে খুলশী থানায় মিথ্যা মামলা দায়ের হয়।

এছাড়া সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন ও দক্ষিণ কাট্রলী ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলামের নামে পাহাড়তলী থানায়ও মামলা দায়ের হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার বিএনপিকে আন্দোলন ও নির্বাচন বিমুখ করার জন্য বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও গণগ্রেফতার করছে। খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে বিএনপি যাবে না। এ ধরনের কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না।’

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন


আপনার মন্তব্য