চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি তিরিংক। বুধবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য উপদেষ্টা আবু সাইয়েদ মো. বেলাল, স্পেনের রাষ্ট্রদূত মি. আলবারো ডিসালাস, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মি. হেরি ভারুইজ, ইটালির রাষ্ট্রদূত মি. এনরিকো নুনজিয়াতা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মো. আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম।
ইইউ রাষ্ট্রদূতসহ অন্যান্যরা চসিক কার্যালয়ে পৌঁছালে মেয়র তাদেরকে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছাসহ সিটি করপোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এসময় সিটি মেয়র বর্তমানে চট্টগ্রাম নগরীর চ্যালেঞ্জ ও সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূতকে বলেন, ‘বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ন ও যোগাযোগ ব্যবস্থা বর্তমান নগরের বড় সমস্যা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূর্যোগে চট্টগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্ণফুলী নদী ভরাট, সাগরের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এর বিরূপ প্রভাব পড়েছে। তবে এসব নিয়ে সিটি করপোরেশন কাজ করছে।’
রাষ্ট্রদূত রেনজি তিরিংক বলেন, ‘ইইউ বাংলাদেশের শিক্ষা খাতের ক্ষেত্রে বড় উন্নয়নের অংশীদার। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে। পোশাক শিল্প, মৎস্য, জনশক্তি, কৃষি, শিল্পাঞ্চলসহ বহু সেক্টরে এদেশের উজ্জল ভবিষ্যত আছে। এসব খাতের উন্নয়ন হলে আগামীতে বাংলাদেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।’
এ সময় ইইউ দূতের সঙ্গে থাকা অন্যান্যরা বাংলাদেশের সমসাময়িক উন্নয়ন ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াকে একটি প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন