চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার বেড়িবাঁধের পাশে একটি পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম প্রিয়নাথ দাস (৪৫) বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি দক্ষিণ কাট্টলী এলাকায়। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রিয়নাথের স্বজনরা জানিয়েছেন, গত বুধবার দুপুর ২টার দিকে তিনি ঘর থেকে হয়ে তিনি নিখোঁজ হন।
নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারি কমিশনার পংকজ বড়ুয়া বলেন, ‘স্থানীয়দের খবরে বেড়িবাধ এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার দিবাগত রাতের যেকোনও সময়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশের শরীরে রক্ত এবং ভারি বস্তুর আঘাতের চিহ্ন দেখা গেছে। সিআইডির ফরেনসিক টিম এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। তাছাড়া লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার