চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রেডজোন ঘোষিত ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে প্রয়োজনীয় সহায়তা দেবে। সোমবার দুপুরে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন ওয়ার্ড পরিদর্শনে গেলে তিনি স্থানীয়দের এ আশ্বাস দেন।
করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার রাত ১২টা ১মি. থেকে শুরু হয়ে লকডাউন কার্যকর থাকবে আগামী ২১ দিন পর্যন্ত। লকডাউন চলাকালে রেডজোন ঘোষিত এলাকায় প্রবেশ ও বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধাজ্ঞা ও প্রধান সড়কে যাত্রী উঠা-নামা বন্ধ থাকবে। তবে রাত ১২টার পর পণ্যবাহী গাড়ি চলাচল উম্মুক্ত থাকবে। উত্তর কাট্টলি ছাড়াও আরও ৯টি ওয়ার্ড রেডজোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সেগুলোও লকডাউন করা হবে।
সিটি মেয়র বলেন, ‘চট্টগ্রাম নগরীতে আক্রান্ত হয়েছে তিন হাজারের বেশি। উত্তর কাট্টলী ওয়ার্ডে ৭৮ হাজার জনগণের মধ্যে গত ১৪ দিনে ১৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে ৭ জন। এ পরিস্থিতির লাগাম টানতে ঘরে অবস্থানের কোনো বিকল্প নাই। এলাকার মানুষের সার্বিক সহায়তায় সিটি কর্পোরেশনের একাধিক কন্ট্রোলরুম ও এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক টিম থাকবে। বিশেষ প্রয়োজনে কন্ট্রোলরুমের নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে মিলবে প্রয়োজনীয় সহযোগিতা। স্বেচ্ছাসেবক দ্বারা প্রতিটি ঘরে জিনিসপত্র পৌছে দেয়া হবে। চসিকের পক্ষ থেকে চলবে দিনভর প্রচারাভিযান ও লিফলেট বিতরণ।’
তিনি বলেন, ‘লকডাউন এখন সময়োচিত পদক্ষেপ। তাই নিজেদের সুরক্ষায় ঘরে অবস্থান করে করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করতে হবে। সে জন্য আপনারা দৈনন্দিন প্রয়োজন সীমিত করে ঘরে অবস্থান করুন। অহেতুক কোন গুজবে কান না দিয়ে সরকারি স্বাস্থ্যবিধি ও চসিকের নির্দেশনা মেনে চলুন। প্রয়োজনের বাইরে কেনাকাটা করা থেকেও বিরত থাকুন। যতটুকু প্রয়োজন ততটুকুই সংগ্রহ করুন।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুর রহমান, কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লোকমান আমিন, ইকবাল চৌধুরী, মো. দুলদুল, সুদীপ কুমার দাশ, মো. ছগির আলম, নুর আলম, হায়দার আলী, মুজিবুর রহমান, রোমন উদ্দিন, হারুন উর রশিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল