মাদক ব্যবসায়ীদের হাতে নিহত ছাত্রদল নেতা অভি মীর হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিএমপি’র ডবলমুরিং থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন, ইরফান বাবু, শাহরিয়ার ফারদিন তুহিন, ইয়াছিন আরাফাত টিটু এবং ইব্রাহিম মুন্না। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরিটিও উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ওসি (তদন্ত) জহির হোসেন বলেন, অভি মীর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনই এজাহারভুক্ত আসামি। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, মাদক ব্যবসার প্রতিবাদ করায় গত ১৫ জুন ছুরিকাঘাত করা হয় অভি মীরকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম