চট্টগ্রামে অভিযান চালিয়ে ২৩শ’ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া ওই রোহিঙ্গা হলেন- মো. শহীদ। বুধবার সকালে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শহীদ কক্সবাজার জেলার টেকনাফের নয়া পাড়া শরনার্থী ক্যাম্পের বাসীন্দা। তার পিতার নাম শফিউল আলম।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো রাশেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৩শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার হওয়া রোহিঙ্গা নাগরিক শহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম