চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। যুবকের নাম নিজামউদ্দিন। আজ বুধবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম নগরীর সরাইপাড়ায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বাচনী সহিংসতার জের ধরে খুন হয়েছেন নিজাম।
তবে, পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেছেন, পারিবারিক বিরোধের জের এ খুনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।