চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও বারইয়াহাট পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান সিকদার বিজয়ী হন।
বারইয়াহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম খোকন বিজয়ী হয়েছেন। তিনি ভোটে পেয়েছে ৪৮৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী দিদারুল আলম পেয়েছেন ১৩১ ভোট।
এদিকে মিরসরাই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী নুর মোহাম্মদের প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, প্রত্যেক কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি কেন্দ্র নিয়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। ফলে কেন্দ্রে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার