চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে পরিচালিত অভিযানে ৮০টি মামলায় ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা না মেনে বিভিন্ন দোকান ও রেস্টুরেন্ট খোলা রাখায় এসব জরিমানা করা হয়।
আজ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী চকবাজার ও বাকলিয়া এলাকায় ১০টি মামলায় ৭ হাজার টাকা, মামনুন আহমেদ অনীক চান্দগাঁও এলাকায় ৯টি মামলায় ১ হাজার ৮০০ টাকা, মুহাম্মদ ইনামুল হাছান সদরঘাট ও ডবলমুরিং এলাকায় ৬টি মামলায় ১ হাজার ১০০ টাকা, নাঈমা ইসলাম ডবলমুরিং এলাকায় ২টি মামলায় ২০০ টাকা, গালিব চৌধুরী খুলশী ও আকবরশাহ এলাকায় ১২টি মামলায় ২ হাজার ৮০০ টাকা, রাজিব হোসেন খুলশী ও বায়েজিদ এলাকায় ৫টি মামলায় ১ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
এছাড়াও মো. জিল্লুর রহমান চকবাজার ও বাকলিয়া এলাকায় ৭টি মামলায় ১ হাজার ৭০০ টাকা, নূরজাহান আক্তার সাথী কোতোয়ালি ও সদরঘাট এলাকায় ৫টি মামলায় ১ হাজার ৮০০ টাকা, কাজী তাহমিনা সারমিন পাহাড়তলি এলাকায় ৪টি মামলায় ১ হাজার ১০০ টাকা, প্লাবন কুমার বিশ্বাস হালিশহর ও মুরাদপুর এলাকায় ২টি মামলায় ২ হাজার ৫০০ টাকা, প্রতীক দত্ত চকবাজার এলাকায় ১০টি মামলায় ৪ হাজার ৯০০ টাকা, হুছাইন মুহাম্মদ হালিশহর ও ডবলমুরিং এলাকায় ৭টি মামলায় ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে জরিমানা ছাড়াও সকলকে সতর্ক ও সচেতন করা হচ্ছে। অনেককে করোনার ভয়াবহতা বুঝিয়ে বাসা-বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর