সিএনজি টেক্সির ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে খুন করা হয় নগরীর খুলশী’র আমবাগান এলাকার মো. হানিফকে। হত্যা মামলার অন্যতম আসামি মো. সোহেল ওরফে ভান্ডারীসহ চার জনকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়ে র্যাব।
গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন- মো হাসান, আমির হোসেন এবং মো সোহাগ। শনিবার থেকে রবিবার পর্যন্ত ঢাকা এবং শরীয়তপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, গত ৬ নভেম্বর সিএনজি ভাড়া নিয়ে আসামীদের সাথে হানিফের তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে ৮ নভেম্বর আসামিরা হানিফকে খুন করে ঢাকা এবং শরীয়তপুর পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম