চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় মো. রাজিব (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকালে বাটা গলিতে এ ঘটনা ঘটে। রাজিব একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকালে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন