চট্টগ্রাম শিল্প পুলিশের ১৩ সদস্যকে বাস চাপা দেওয়ার ঘনটায় অভিযুক্ত চালক নাহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর পাহাড়তলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার স্বপন নোয়াখালী সুধারাম উপজেলার মো. হানিফের ছেলে।
পাহাড়তলী থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান বলেন, শিল্প পুলিশের ১৩ সদস্যকে বাস চাপা দিয়ে আহত করার ঘটনায় বাস চালক স্বপনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তিনি পুলিশ সদস্যদের চাপা দেয়ার কথা স্বীকার করেছেন। তাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালে প্যারেড শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন শিল্প পুলিশের সদস্যরা। তখন ১৩ সদস্য আহত হন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ