‘১৯৭১ এর ৭ মার্চের বঙ্গবন্ধুর অনবদ্য ভাষণটি ছিল প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা এবং একই সাথে সশস্ত্র মুক্তিযুদ্ধের অপারেশন অর্ডার। একজন রাজনৈতিক নেতা হয়েও বঙ্গবন্ধু 'মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার' হিসেবে একটি চমৎকার যুদ্ধ পরিকল্পনা দিয়েছিলেন ভাষণে। বঙ্গবন্ধু জনতার উত্তাল মহাসমুদ্রের মাঝে দাঁড়িয়ে, কোনও বিরতি ছাড়া, লিখিত নোট ছাড়া এবং কারো কোনও সহায়তা ছাড়া একটি জনযুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন।’
গতকাল সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার আয়োজনে ‘৭ মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস’ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু। প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
আলোচনায় মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, হাজী সেলিম রহমান, কামাল উদ্দিন, পংকজ রায়, ডা. ফজলুল হক সিদ্দিকী, শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী, নবী হোসেন সালাউদ্দিন, শীলা চৌধুরী, শহিদুল আলম লিটন, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, সেলিম হোসেন, শাহরিয়ার মুনতাসীর মাহী, জসীম উদ্দিন, রিমান চৌধুরী আরমান, খোরশেদ আলম, প্রান্ত রায়, সোলায়মান আহমেদ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন