চট্টগ্রামের একটি শপিং মলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মামুনুর রশিদ, মিনহাজুর রহমান এবং শহর মুল্লক ওরফে রাশেদ। শুক্রবার রাতে সাতকানিয়া থানাধীন একটি দোকানে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, শপিং সেন্টারের একটি দোকানে রেখে মাদক বিক্রি হচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৫ কেজি গাঁজা এবং ৯৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানান, মাদক বিক্রির জন্য একটি দোকান ভাড়া নেয় ওই সিন্ডিকেট। তারা সাধারণত ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের কারবার করে। কক্সবাজার, ফেনী ও কুমিল্লা থেকে কেরানিরহাট, চট্টগ্রাম থেকে এসব মাদকদ্রব্য নিয়ে আসে।
বিডি প্রতিদিন/এএম