চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত যে মিথ্যাচার করছে তা গণতান্ত্রিক আচরণ নয়। তাই এদের সাথে জনগণের চাওয়া-পাওয়ার কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের চাওয়া পাওয়া পূরণ করেছে। যার কারণে আওয়ামী লীগ জনগণের ভোটে তিন দফা রাষ্ট্র পরিচালনা করছে।
সোমবার বোয়ালখালীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি চায় যে কোনোভাবে ক্ষমতা কুক্ষিগত করতে। এভাবে তারা সাধারণ জনগণকে জিম্মি করে রাখে এবং জোর করে ক্ষমতার লাগাম ধরে রাখতে অপচেষ্টা করে। আমরা সেই অপচেষ্টার বিরুদ্ধে লড়াই করছি। একটি জনকল্যানমুখী রাষ্ট্র গঠনে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ
এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য প্রার্থী নোমান আল মাহমুদ, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি সফর আলী, হাসান মাহমুদ হাসনী, ডা. তিমির বরণ নাথ, বোরহান উদ্দীন, হাজী বেলাল আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল