চট্টগ্রাম নগরীর নয়াবাজার এলাকার আজাদুর রহমানকে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- আবু তাহের রাজিব, দেলোয়ার হোসেন জয়, রায়হান সজিব এবং আবুল হাসনাত রানা। সোমবার চট্টগ্রাম নগরী এবং রাঙামাটিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আজাদুর রহমানকে ছুরিকাঘাত করার পর মামলাটি ছায়াতদন্ত শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির একটি আবাসিক হোটেল থেকে রাজিব, জয় এবং সজিবকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর কদমতলীর একটি হোটেল থেকে রানাকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ মে ভোরে পাহাড়তলী থানাধীন নয়াবাজার এলাকায় নাস্তা আনতে দোকানে যাওয়ার পথে খুন হন আজাদুর রহমান। এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী।
বিডি প্রতিদিন/এএম