চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান রিয়াদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওয়াহেদুর এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াদ ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এনামুল হকের ছেলে।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, রেললাইন পার হতে মেহেদী হাসান রিয়াদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত