চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দায়িত্ব নিয়ে দেড় বছর পার করছি। এরপর থেকেই নগরের সবগুলো সেবা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করেছি। সবাইকে সঙ্গে নিয়েই নগরের উন্নয়ন করতে হবে। নগর উন্নয়নের স্বার্থে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক স্বার্থ এবং ইগো বাদ দিয়ে সবার চিন্তাকে এক জায়গায় আনার কোনো বিকল্প নেই।
রবিবার দুপুরে চসিকের সম্মেলন কক্ষে ‘বাণিজ্যিক শহর বন্দর নগরী চট্টগ্রামকে জলবদ্ধতা ও যানজট সমস্যা নিরসন, পর্যটন শিল্প গড়ে তোলাসহ মহানগরের সৌন্দর্যবর্ধন শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিক ও পরামর্শক প্রতিষ্ঠান এসমেকের যৌথ উদ্যাগে এ সভার আয়োজন করা হয়। সভায় এসমেক বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ এ সবুর উন্নয়নের একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন এসমেক এর ডিরেক্টর অব আর্কিটেকচার মি. আনন্দ এস লোরেম্বাম ও প্রধান ডিজাইনার (পরিবহন) বিভাগ সুজয় সুজাতারন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, আইইবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃর্ত্তিমান চাকমা, আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রশীদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি ওমর হাজ্বাজ, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী, এলজিইডি’র সুপারিন্ডেন্ট ইঞ্জিনিয়ার মো. মাহবুব হোসেন, সিডিএ’র মাস্টার প্ল্যান পরামর্শক ড. মো. নুরুল হাসান। সমাপনী বক্তব্য রাখেন এসমেক বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. জনার্দন সুন্দরম।
বিডি প্রতিদিন/এএম