২০ ডিসেম্বর, ২০২৩ ২১:৪৭
দ্বাদশ সংসদ নির্বাচন

চট্টগ্রামে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা

প্রতীকী ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে তৃতীয় দিনের মতো প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। গণসংযোগ, উঠান বৈঠক, কর্মী সমাবেশসহ নানা আয়োজনের মাধ্যমে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নানা কর্মসূচিতে জমজমাট হয়ে উঠেছে ভোটের মাঠ। গলির দোকান থেকে ব্যস্ত সড়ক, সবখানেই লেগেছে ভোটের হাওয়া।

চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম বুধবার (২০ ডিসেম্বর) মোহরা এলাকায় কেটলি প্রতীকের সমর্থনে গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ, নারী সমাবেশ করেছেন। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম, নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। চট্টগ্রাম-১ আসনের নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন।

চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল বুধবার সাবেক এমপি নুরুল ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। এছাড়াও দিনভর তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে গনসংযোগ করেন। বিকেলে নিজের নির্বাচনী কর্মীদের সাথে মতবিনিময় করেন।

চট্টগ্রাম-১১ আসনের নৌকার প্রার্থী এম এ লতিফ গতকাল আনুষ্ঠানিক প্রচারণায় নেমে বলেন, ‘আপসহীন কর্মীরা নৌকাকে বিজয়ী করবে।’ তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনও কেটলি প্রতীকের সমর্থনে আলিশাহপাড়া, সল্টগোলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এ সময় তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। শরীরে আওয়ামী লীগের রক্ত। তৃণমূলের নেতাকর্মীরা আমাকে প্রতিনিয়ত সমর্থন দিচ্ছেন। তৃণমূলই আমার শক্তি।’

এছাড়া চট্টগ্রাম-২ আসনের নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব, মোমবাতি প্রতীকের মুহাম্মদ হামিদ উল্ল্যাহ, চট্টগ্রাম-৬ আসনের নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১২ আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোমবাতি প্রতীকের এম এ মতিন, চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবসহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর