চট্টগ্রাম নগরীর বন্দর থানা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দীন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নেজাম উদ্দিন দিপু প্রকাশ বড় সোহাগ (২৫) এবং তার সহযোগী সিয়াম (২৫)। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বন্দর থানার চান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, জসিমকে হত্যার ঘটনায় তার বড় ভাই আবদুর রহিম সুমন বাদী হয়ে গ্রেফতার নেজাম উদ্দিন দিপুকে প্রধান আসামি করে মোট ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে নগরীর আনন্দবাজারের সিটি করপোরেশন ময়লার ডিপো সংলগ্ন টিজি কলোনি এলাকায় ছুরিকাঘাতে খুন করা হয় জসিম উদ্দীনকে। ওই ময়লার ভাগাড়ে পঁচা-বাসি খাবার, নষ্ট ফলমূল ও বোতল কুড়িয়ে সেগুলো বিক্রি করতেন জসিম। এই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সাথে তার দ্বন্দ্ব ছিল। এর জের ধরে নেজাম উদ্দিন দিপু তার কয়েকজন সহযোগীসহ টিজি কলোনির প্রবেশমুখে রাখাল দাশের ভবনের সামনে জসিম উদ্দীনের ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে জসিমের গলায় ছুরিকাঘাত করে দিপু। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল